ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে : আবহাওয়া অফিস

আরটিভি অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ , ০১:৪৩ পিএম


loading/img

আরো তিন থেকে চার দিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে  জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় প্রায় সারাদেশে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছে।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আর রাজধানীবাসীর এ ভোগান্তির সুযোগ নিয়ে বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |